chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু করেছে দলটি। সোমবার দুপুর ২টায় সমাবেশ শুরু হয়।

সমাবেশের পর মিছিল করার কথা রয়েছে। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ ১০ দফা ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে এ সমাবেশে ও মিছিল করছে দলটি।

এরই মধ্যে নয়াপল্টনে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপির ভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী সমাবেশ স্থলে জড়ো হয়েছেন। পোস্টার ও ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

এদিকে বিএনপির এই কর্মসূচিকে ঘিরে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আজকের বিক্ষোভ ও সমাবেশ সরকার পতনে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এ কর্মসূচি থেকে আগামী ২৫ জানুয়ারি আবারও দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হতে পারে, এমনটি জানিয়েছেন বিএনপি নেতারা।

 

এই বিভাগের আরও খবর