chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রুশ সেনাদের দখলে খেরসন: খারকিভে গোলাবর্ষণ-২১ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দ্বিতীয় জনবহুল শহর খেরসন দখল করে নিয়েছে রুশ সেনারা। এর আগে খারকিভে রুশ বাহিনীর গোলাবর্ষণে অন্তত ২১ জন নিহত এবং ১২২ জন আহত হয়েছেন।

শহরটির মেয়রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

খারকিভ অঞ্চল রাজ্য প্রশাসনের গভর্নর ওলে সিনেগুবভ দাবি করেছেন, স্থানীয় সময় মঙ্গলবার (১ মার্চ) সারাদিন ও রাতে রাশিয়ার ব্যাপক বোমবর্ষণ সত্ত্বেও সব হামলা প্রতিহত করা হয়েছে। ইউক্রেইনীয় সেনারা তাদের অবস্থানও ধরে রেখেছে। রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ব্যাপক গোলাবর্ষণ করতে করতে রাশিয়ার সেনারা খারকিভের উত্তরপূর্ব ও দক্ষিণ অংশ দিয়ে শহরটিতে প্রবেশ করেছে বলে রয়টার্স জানিয়েছে।

প্রায় দুই মাস ধরে ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সেনা জড়ো করে রাশিয়া। রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বারবার সতর্কতা দিয়েছিল। কিন্তু বরাবরই রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর আশঙ্কা উড়িয়ে দেয়।

এদিকে সেখানকার পরিস্থিতি কী অবস্থায় আছে তা জানিয়েছেন শহরের মেয়র ইগোর কোলিখায়েভ। তিনি জানান, শহরের রেল স্টেশন ও বন্দর এখন রুশ সেনাদের দখলে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, খেরসন দখলের পর সেখানকার রাস্তায় অবস্থান নিয়েছে রুশ সেনারা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর