chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বর্ণমন্দিরের প্রতিষ্ঠাতা উ-পঞঞা জোত থের আর নেই

স্বর্ণমন্দির ও দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘের প্রতিষ্ঠা উ-পঞঞা জোত মহাথের (উচলা ভান্তে)  আর নেই।

সোমবার (১৩ এপ্রিল) ১২টার সময় ম্যাক্স হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করেন বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডাঃ অং চালু।মৃত্যুকালে তার বয়ষ ছিল ৬৪বছর।

এর আগে, ১০ এপ্রিল (শুক্রবার) সকালে  নিজ বাড়িতে হ্রদরোগে আক্রান্ত হওয়ায় ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থান অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।

উল্লেখ্য, উ-পঞঞা জোত মহাথের(উচলা ভান্তে) ছিলেন বৌদ্ধ সম্প্রদায়ের প্রখ্যাত ধর্মীয় গুরু। তিনি বান্দরবানের স্বর্ণমন্দির ও রাম জাদি প্রতিষ্ঠান করেন। ২০০২ সালে অনাথ ও গরীব ছেলেদের জন্য বি হ্যাপি লার্নিং  সেন্টার গড়ে তুলেন তিনি। এছাড়া মিয়ানমার, ভারতের বুদ্ধগয়া,থাইল্যান্ডসহ বিভিন্ন জায়গায়  বৌদ্ধমন্দির স্থাপন করেছেন।

 

 

এই বিভাগের আরও খবর