chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক: গণপরিবহনে হাফ ভাড়া নেওয়ার দাবিতে চট্টগ্রাম নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরের দুই নম্বর গেইট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ সমাবেশটি নগরের জিইসি মোড়ে গিয়ে শেষ হয়। এসময় তারা বেশ কয়েকটি দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীরা জানান, অবিলম্বে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে হবে। পরিবহনে যৌন নিযাতন বন্ধ করতে হবে এবং এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারী দিয়েছেন শিক্ষার্থীরা।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর