chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অবশেষে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত

ডেস্ক নিউজ: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। আজ মঙ্গলবার পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে মঙ্গলবার বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে সংবাদ সম্মেলন করে— এ বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। তিনি বলেন, আগামীকাল থেকেই হাফ পাস ভাড়া কার্যকর হবে।

সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বাসে হাফ ভাড়া নেওয়া হবে। দেখাতে হবে ছবিযুক্ত পরিচয়পত্র। তবে ঢাকার বাইরে হাফ পাস নেওয়া হবে না। সাপ্তাহিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির দিনে হাফভাড়া নেওয়া হবে না।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর