chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোন অবৈধ স্থাপনা থাকতে পারবে না : মেয়র রেজাউল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী নির্দেশে আজ সোমবার (২২ নভেম্বর) সকালে নগরীর ২নং জালালাবাদ ওয়ার্ডস্থ ক্যান্টনমেন্ট হতে শেরশাহ রোড পর্যন্ত রাস্তার উভয় পার্শের ফুটপাত ও নালার উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণ ও পানি চলাচলের পথ উন্মুক্ত করা হয়।

এ ব্যাপারে মেয়র বলেন, জনসাধারণের চলাচলে জনদুর্ভোগ সৃষ্টিকারী ও নালায় পানি চলাচলের পথ রুদ্ধ করে কোন অবৈধ স্থাপনা তৈরী করা যাবে না। অবৈধ দখলকারী যত বড় শক্তিশালী হোক না কেন তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন, এ কার্যক্রম চলমান থাকবে। মেয়র পরিস্কার পরিচ্ছন্নতা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। অপর এক অভিযানে ৪নং চান্দগাঁও ও ৫নং মোহরা ওয়ার্ডের বাহির সিগন্যাল মোড় হয়ে যমুনা গার্মেন্টস মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশে ফুটপাত ও নালার উপরে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা হয়।

এসএএস/নচউ

এই বিভাগের আরও খবর