chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিউ মার্কেটে আগুন, পুড়েছে কাপড়ের শোরুম

নিজস্ব প্রতিবেদক : নগরীর বিপণিবিতানের (নিউমার্কেট) নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জ্যান্টেলম্যান নামের একটি কাপড়ের শোরুম পুড়ে গেছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

নন্দনকানন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলী বলেন, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশন থেকে ২টি গাড়ি পাঠানো হয়। তারা এক ঘণ্টা চেষ্টার পর রাত পৌন ৮ টার দিকে আগুন নেভাতে সক্ষম হন।

তিনি জানান, অগ্নিকাণ্ডে আরিফ হোসেনের মালিকানাধীন জ্যান্টেলম্যান নামের কাপড়ের শোরুমের ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর