chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে আগুনে পুড়লো ৫ বসতঘর

নিজস্ব প্রতিবেদক: হাটহাজারীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রবিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় রঙ্গীপাড়া এলাকার পিয়ার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত জেবল হোসেনের ছেলে কাশেমের ঘরের উত্তর পাশে ফেলে রাখা বাঁশের বেড়া থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

জানা গেছে, আগুনে মো. আজমের জমানো ৪ লাখ টাকা, ২ ভরি স্বর্ণ, ছয়টি কবুতর এবং মো. পারভেজের জমানো ২ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণসহ বসতঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কাশেমের এক আত্মীয় বলেন, কাশেমের তিন মেয়ের মধ্যে দুই মেয়ে সদ্য এসএসসি পাস করেছে। এছাড়া এক মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ছে। আগুনে তিনজনেরই সার্টিফিকেটসহ যাবতীয় বইপত্র পুড়ে গেছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর