chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত আলুখেতে

ডেস্ক নিউজ: রাজশাহীর তানোরে একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণের সময় আলুর খেতে বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

জানা গেছে, দুপুর আড়াইটার দিকে উপজেলার লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে এলাকাবাসী তা উদ্ধারে ছুটে যায়। সেখানে গিয়ে তারা দুজনকে উদ্ধার করেন।

বিমানটিতে দুজন ছিলেন। এর মধ্যে একজন প্রশিক্ষক ও অন্যজন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষক সামান্য আহত হলেও প্রশিক্ষণার্থী অক্ষত আছেন। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি স্থানীয়রা।

এদিকে বিমান দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে একটি হেলিকপ্টার লালপুর মাঠে এসেছিল। কিন্তু হতাহত না হওয়ায় ১০ মিনিট চক্কর দিয়ে আবার ঢাকায় ফিরে গেছে বিমানটি।

ইনি/চখ/এমআই