chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বে করোনা শনাক্ত আরও প্রায় ৭ লাখ, মৃত্যু ১২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী অব্যাহত আছে করোনার তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় বিশ্বের ৬ লাখ ৮৪ হাজার ৫৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৬২ লাখ ১১ হাজার ৪৭৯ জনে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় নতুন করে মারা গেছেন ১২ হাজার ১২৬ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ লাখ ২৩ হাজার ৬০৫ জনে ঠেকেছে।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৪ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ২১ হাজার ৩৭৭ জন রোগী।

যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৫৩৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৫৫০ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত ৯৬ লাখ ৮ হাজারের বেশি। মৃত্যু হয়েছে এক লাখ ৩৯ হাজার ৭৩৬ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৬৫ লাখ ৩৫ হাজারের কাছাকাছি। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮১ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৪ লাখ ৩ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৭৬ জন।

পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২২ লাখ ৬৮ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫৪ হাজার ৭৬৭ জনের।

ছয়ে থাকা স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৯৯ হাজার অতিক্রম করেছে। প্রাণহানি ঘটেছে ৪৬ হাজার ২৫২ জনের।

বাংলাদেশে শনিবার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ৯৯১ জন মানুষ। এর মধ্যে ৩ লাখ ৯০ হাজার ৯৫১ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৬ হাজার ৭৭২ জনের।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর