chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৪’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৭ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
 

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ব্রিফ করেন। তিনি জানান, মাতারবাড়ীকে ঘিরে অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই মধ্যে আলাদা আলাদা মন্ত্রণালয়ের অনেক পরিকল্পনা ও বাস্তবায়ন সেখানে চলমান রয়েছে। এগুলোকে সার্বিকভাবে সমন্বয় করতেই কর্তৃপক্ষ গঠন করতে চাইছে সরকার। যার প্রধান হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে কাজ করবে এ কর্তৃপক্ষ।

মো. মাহবুব হোসেন জানান, এ কর্তৃপক্ষের মূল কাজ হবে মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ করা, আমদানি-রপ্তানির কাজ, বিভিন্ন চাষবাস, দেশি-বিদেশি বিনিয়োগ সহজ করা ও লজিস্টিক সহযোগিতা।

এরই মধ্যে মাতারবাড়ীতে ৫৫ হাজার ৯৬৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। যেখানে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর