chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ড. ইউনূসসহ ৪ জনের জামিনের মেয়াদ বাড়ল ২৩ মে পর্যন্ত

শ্রম আইন লঙ্ঘনের মামলায় শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের জামিনের মেয়াদ বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি করেছেন আদালত। এদিন বেলা ১১টায় কাকরাইল শ্রম আপিল ট্রাইব্যুনালে তৃতীয়বারের মতো বৃদ্ধির জন্য আইনজীবীসহ আদালতে হাজির হয়েছেন ড. ইউনূসসহ অন্যান্যরা।

গ্রামীণ টেলিকমের ওই তিন শীর্ষ কর্মকর্তা হলেন প্রতিষ্ঠানটির পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান।

এর আগে, গত ৪ মার্চ করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চার শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ  ১৬ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দেন ঢাকার শ্রম আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। শ্রম আইনের ৩০৩(ঙ) ধারা লঙ্ঘনের দায়ে এ রায় দেয়া হয়। এছাড়া শ্রম আইন ৩০৭ লঙ্ঘন করায় ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

 

 

 

তাসু/চখ

 

এই বিভাগের আরও খবর