chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জামাল আহমেদের ইন্তেকাল

চট্টগ্রামের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ও  চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডা. জামাল আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১৪ এপ্রিল) রাত ৩টা ১৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

তিনি কক্সবাজার এলাকায় গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন। হ্নীলা হাশেম-গুলফরাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. জামাল আহমেদ কক্সবাজারে দীর্ঘ ৩০ বছর ধরে বিনামূল্যে চিকিৎসাসেবা, কারিগরী ও ধর্মীয় শিক্ষা, লাইব্রেরিসহ বিভিন্ন সেবামূলক কাজ করেছেন। এছাড়া তিনি চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআরের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বপালন করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। এই চিকিৎসকের গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায়। ডা. জামাল আহমেদ মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ (১৫ এপ্রিল) সোমবার বাদ জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজের কেন্দ্রীয় মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি হ্নীলায় তাঁর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

  • ফখ|চখ

 

এই বিভাগের আরও খবর