chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আজ ঈদ উদযাপন করছে যে দেশগুলো

আজ বুধবার (১০ এপ্রিল) মুসলমানদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে। এদিকে একমাত্র মুসলিম দেশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) দিনটি উদযাপন করবে বাংলাদেশে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, ইরানসহ মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে ৩০টি রোজা শেষে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে উত্তর আফ্রিকার মুসলিম দেশ আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, লিবিয়া, সুদান আজ ঈদ পালন করছে।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় এবং দক্ষিণ এশিয়ার দেশ ভারতের তিনটি রাজ্যে ও পাকিস্তানেও উদযাপিত হচ্ছে ঈদ।

এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তুরস্কসহ ইউরোপ ও আমেরিকার অন্য দেশগুলোতেও ঈদ হচ্ছে বুধবার।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর