chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কেএনএফের ৩ সদস্য কারাগারে

বান্দরবানের থানচিতে ব্যাংক হামলার ঘটনায় গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩ সদস্য ভানুনুন নুয়ান বম, জেমিনিউ বম ও আমে লনচেও বমকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল ৩টা ২০ মিনিটে তাদের বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ পরিদর্শক এ কে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।

রোয়াংছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জিংচুন নুং বমের ছেলে ভানুনুন এবং জেমিনিউ ও লনচে সম্পর্কে ভাইবোন। তারা থানচি সদরের ৯ নম্বর ওয়ার্ডের লাল মুম চম বমের সন্তান।

রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংকে হামলা, ডাকাতি ও আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুট হয়।

সন্ত্রাসীরা উপস্থিত লোকজন ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ১০-১৫টি মোবাইলফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় এ পর্যন্ত রুমায় ৪টি ও থানচিতে ৪টি মামলা করা হয়েছে।

 

তাসু | চখ

এই বিভাগের আরও খবর