chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বান্দরবানে নিরাপত্তা বাহিনী ও কেএনএফের সংঘর্ষ, নিহত ২

বান্দরবানের রুমায় জঙ্গল থেকে গুলিবিদ্ধ দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আজ রবিবার (২৮ এপ্রিল) সকালে রুমার প্রাংশা ইউপির ৬ নম্বর ওয়ার্ড বাকলাই এলাকার জঙ্গলে মরদেহ দুইটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। পরে আজ সকালে গুলিবিদ্ধ দুইটি মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহতদের পরিহিত পোশাক দেখে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, ঘটনাস্থলটি রুমা এলাকার হলেও থানচির নিকটবর্তী হওয়ায় ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানা যাবে।

উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল কেএনএফ বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে অস্ত্র-গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত অভিযানে ৮০ জন কেএনএফ সদস্য ও তাদের সহযোগীকে আটক করা হয়েছে।

 

 

তাসু/চখ

এই বিভাগের আরও খবর