chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লম্বা ছুটিতে জাতীয় ফুটবল দলের কোচ

ঘরোয়া ফুটবল শুরু হওয়ায় গত ৩০ মার্চ (শনিবার) ছুটির জন্য ঢাকা ত্যাগ করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ২০ দিনের লম্বা ছুটি কাটিয়ে ফিরছেন আগামী ১৯ এপ্রিল (শুক্রবার)। বছরে সব মিলিয়ে ৬০ দিনের মতো ছুটি থাকে হ্যাভিয়েরের। ২০২৪ সালে এখন পর্যন্ত অর্ধেক ছুটি কাটিয়ে ফেলছেন হ্যাভিয়ের।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল মার্চ উইন্ডোতে দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছে। পরবর্তী দুই ম্যাচ জুন উইন্ডোতে। ৫ জুন ঢাকায় কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ায় ও ১১ জুন লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। যুদ্ধ বিধ্বস্ত লেবানন হোম ম্যাচ আয়োজন করবে নিরপেক্ষ ভেন্যুতে। সেই ম্যাচের ভেন্যু এখনো ঠিক হয়নি।

জুন উইন্ডোর জন্য হ্যাভিয়ের খুব বেশি সময় পাবেন না প্রস্তুতির। ২৯ মে শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। লিগ শেষ হওয়ার পর ফুটবলারদের ২-১ দিন বিশ্রাম দিয়ে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। লিগ চলমান থাকায় খেলোয়াড়দের ইনজুরি শঙ্কাও থাকবে অনেক।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর