chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫

ডেস্ক নিউজ: আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় বেসামরিক নাগরিকসহ ৪৫ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাতে আফগানিস্তানের পূর্ব প্রান্তে হেরাত প্রদেশ এ হামলা করা হয়।

দেশটির গণমাধ্যম বলছে, তালেবান যোদ্ধাদের হত্যা করার লক্ষ্যেই এই বিমান হামলা। কিন্তু আফগান নিরাপত্তা বাহিনীর এ হামলায় অন্তত আট জন সাধারণ গ্রামবাসী নিহত হয়। যা নিয়ে আফগানিস্তানে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনার পর তালেবান একটি লিখিত বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়, এই ঘটনায় তালেবানের ১২ জন সদস্য গুরুতর আহত হয়েছেন। সম্প্রতি যে সমস্ত তালেবান জেল থেকে মুক্তি পাওয়ার পর স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাওয়ার কথা ভাবছিলেন, এই ঘটনার পর তারা ফের হাতে অস্ত্র তুলে নিবে।

এদিকে দেশটির নিরাপত্তা বাহিনী অবশ্য দাবি করেছে, বিমান হামলায় নয় বরং সাধারণ গ্রামবাসীর মৃত্যু হয়েছে ল্যান্ড মাইন বিস্ফোরণে। যা তালেবানরা পেতে রেখেছিল।

এই বিভাগের আরও খবর