chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০

ইউক্রেনের ওডেসা শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় উদ্ধারকর্মীসহ ২০ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) বন্দর নগরী ওডেসার আবাসিক ভবন, গ্যাস পাইপ লাইন ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ডাবল-ট্যাপ স্ট্রাইক নামে এ হামলা চালায় রাশিয়া।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আবাসিক ভবন, গ্যাস পাইপ লাইন ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বিমান হামলা চালায় রাশিয়া। এতে ২০ জন নিহতের পাশাপাশি ৭৩ জন আহত হয়েছে। বলেন, অনেক মানুষ আছে সেখানে। রক্ত ও অ্যাম্বুলেন্স ছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রুশ বাহিনী বন্দর কেন্দ্রে যে হামলা করেছে তা ডাবল-ট্যাপ স্ট্রাইক নামে পরিচিত, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ঘটনাস্থলে উদ্ধার কর্মীদের ওপর আঘাত হানে।

শহরের কর্মকর্তারা জানান, মস্কো ক্রিমিয়ান উপদ্বীপ থেকে উৎক্ষেপণ করা ইস্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়ে ওডেসাকে লক্ষ্যবস্তু করেছে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর