chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সুপার আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন তাদের সামনে লক্ষ্য গ্রুপ সেরা হওয়ার। সেই লক্ষ্য পূরণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

‘বি’ গ্রুপের ম্যাচটি হচ্ছে দুবাইয়ের আইসিসি একাডেমিতে। এই ম্যাচে টস ভাগ্য পাশে পেয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক।

সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচ তারা জাপানকে হারিয়ে দিয়ে ৯ উইকেট ও ২৩২ বল বাকি থাকতে। টানা দুই জয়ে সুপার ফোরের টিকেট পায় দলটি।

এবারের আসরে শ্রীলঙ্কার শুরুটাও ছিল জয় দিয়ে। জাপানের বিপক্ষে তাদের জয় ছিল ৭ উইকেটে, ২২৬ বল বাকি থাকতে। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ উইকেটে হেরে যায় লঙ্কানরা। আজকের ম্যাচটি তাই তাদের জন্য বাঁচা-মরার বললে ভুল হবে না।

 

 

জয়/চখ

এই বিভাগের আরও খবর