chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

একদলের বিদায় প্রায় নিশ্চিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করাই হলো তাদের মূল লক্ষ্য। অন্যদিকে অন্য দলটির অবস্থা, সেমিতে প্রায় এক পা দিয়ে রেখেছে। আলোচ্য দলদুটির প্রথমটি ইংল্যান্ড, পরেরটি অস্ট্রেলিয়া।

ভিন্ন দুই লক্ষ্য নিয়ে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে আজ মুখোমুখি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন এবং পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এমন ম্যাচেও টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে।

টস জিতে ব্যাটিং নেয়া সম্পর্কে ইংলিশ অধিনায়ক বাটলার বলেন, ‘উইকেট অনেক শুকনো।’ এর অর্থ, দিনের সবচেয়ে গরম অংশে বোলিং করবেন তারা। দলটিতে কোনো পরিবর্তন আনা হয়নি। অস্ট্রেলিয়া দলে ফিরে এসেছেন ক্যামেরন গ্রিন এবং মার্কাস স্টয়নিজ। মিচেল মার্শ এবং গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্তে দলে এসেছেন তারা।

ইংল্যান্ড একাদশ

জনি বেয়ারেস্ট, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ডেভিড উইলি, মার্ক উড, আদিল রশিদ।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ (উইকেটরক্ষক), মার্কাস স্টইনিজ, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা এবং জস হ্যাজলউড।

 

 

 

 

তাসু/চখ

 

এই বিভাগের আরও খবর