chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিভিন্ন ট্রেনের ৭১টি টিকিটসহ দুই কালোবাজারি আটক

বিভিন্ন ট্রেনের ৭১টি টিকিটসহ সুমন ও সাব্বির নামে টিকিট কালোবাজারিতে জড়িত দুজনকর আটক করেছে রেলওয়ে নিরাপত্তাবাহিনী (আরএনবি)।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে এসব টিকিটসহ প্রথমে সুমনকে আটক করা হয়।

তার কাছ থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনের ২৮টি আসনের ১৭টি, গোধুলি ট্রেনের ৪ আসনের ৩টি,চট্টলার ৩৪ আসনের ১৭টি এবং তূর্নার ৭ আসনের ৭ টি টিকেট পাওয়া যায়।

এসব তথ্য নিশ্চিত করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ ইন্সপেক্টর (আখাউড়া) আবু সুফিয়ান শুভ।

তিনি জানান, আজ দুপুরের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন নামের একজন টিকিট কালোবাজারিকে আটকের পর তার দেহ তল্লাশি করে ট্রেনের টিকিটগুলো উদ্ধার করা হয়।

তাছাড়া আটক আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে টিকিট কালোবাজারির সাথে জড়িত সাব্বির নামের আরো একজনকে আটক করা হয়।

আতকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজনকে ১বছর ও একজনকে ৬ মাস সাজা প্রদান করা হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর