chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার

বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া ওয়াটার বাসটি উদ্ধার করা হয়েছে। তবে ভেতর থেকে কোনো মরদেহ পাওয়া যায়নি।

সোমবার (১৭ জুলাই) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর উদ্ধারকারী জাহাজ রুস্তম বাসটি উদ্ধার করে।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমান্ডার আরিফ আহমেদ মোস্তফা বাসটি উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, সোমবার ভোর থেকে উদ্ধার কাজ করে ফায়ার সার্ভিস, কোস্টগার্ডের ডুবুরি দল। দশটার পর বাসটি উদ্ধার করা হয়। তবে এ সময় ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি। বাসডুবির ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

এর আগে রোববার রাতে ওয়াটার বাসডুবির পর প্রায় ৬ ঘণ্টা উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। পরে রাত ২টা ৪০ মিনিটে উদ্ধার কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়। দুর্ঘটনার পর জীবিত পাঁচজনকে ও চার জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ওয়াটার বাসটি রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। পথে বালুবোঝাই এমভি আরাবী নামের একটি বাল্বহেডের ধাক্কায় ওয়াটার বাসটি ডুবে যায়।

 

তাসু/চখ

এই বিভাগের আরও খবর