chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিয়ানমার সীমান্তে ৫৯ বোতল বিদেশী মদসহ আটক ১

বান্দরবানের আলীকদমের মিয়ানমার সীমান্ত দিয়ে আসা একটি মাদকদ্রব্যের চোরাচালান জব্দ করেছে ৫৭ বিজিবি । এসময় বিভিন্ন ব্যন্ডের ৫৯ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করা হয়।

শনিবার (৮ জুলাই) রাতে আলীকদম-কুরুকপাতা-পোয়ামুহুরী সড়কের ক্রিলাইপাড়া বিজিবির অস্থায়ী যৌথ চেকপোষ্টে নম্বরবিহীন একটি সিএনজিতে তল্লাশী করে এসব মাদকদ্রব্য আটক  করা হয়।

আটককৃত সিএনজি ড্রাইভারের নাম মোঃ রিদুয়ান (২৬) আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ বাবুপাড়ার মৃত আমির হামজার ছেলে।

৫৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আকিব জাভেদ (পিএসসি) জানান, পোয়ামুহুরী হতে আলীকদমের উদ্দেশ্যে মদভর্তি সিএনজিটি গমন করছিল। এমন সংবাদের ভিত্তিতে সিএনজিকে সংকেত দিলে  আরোহী দ্রুত পালিয়ে যায়। পরে সিএনজিসহ ড্রাইভারকে আটক করা হয়। আটককৃত এসব মদের মূল্য ৮৮ হাজার ৫শ’ টাকা।

বিজিবি’র সূত্র জানায়, জব্দকৃত মালামালসহ ধৃত আসামী ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য আলীকদম থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

চখ/ এআর

 

এই বিভাগের আরও খবর