chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুকুর ভরাট করে ৫০ হাজার টাকা জরিমানা গুনল দুই ব্যক্তি

চট্টগ্রামের হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৫ মে) বেলা ১২ টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে পুকুর ভরাটের সত্যতা পাওয়ায় এ দুজনকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম বলেন, মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকা থেকে মুঠোফোনে ইউএনওর কাছে বেশ কয়েকটি অভিযোগ আসে।

এসময় পুকুর ভরাটের বিষয়টি স্পষ্ট প্রমাণিত হওয়ায় মো. দিদারুল আলমের পুকুরটি আগের অবস্থায় নিয়ে আসার নির্দেশ দেওয়া হয় এবং ১০হাজার টাকা জরিমানা করা হয়।

একইসাথে পুকুরের ভরাট কাজটি বাস্তবায়নের অপরাধে মির্জাপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আলী আহসানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

পুকুর বা জলাধার ভরাটের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে এ বিষয়ে সকলের সচেতনতা জরুরি বলে মনে করেন ইউএনও।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর