chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাকপ্রতিবন্ধী ভিক্ষুকের ব্যাগ ছিনতাই, পরে উদ্ধার

মিরসরাইয়ে এক বাকপ্রতিবন্ধী ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ছিনতাইকারীকে দৌড়ে পালানোর সময় ধরে ফেলে স্থানীয়রা এবং তার থেকে ওই ব্যাগ উদ্ধার করা হয়।

গতকাল  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরসরাই পৌর সদরে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীর নাম দেলোয়ার। তিনি উপজেলার মিঠাছড়া এলাকার বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সারাদিন বিভিন্ন এলাকায় ভিক্ষা করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়িতে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিললেন ওই ভিক্ষুক। এ সময় হঠাৎ তার হাত থেকে কাপড়ের ব্যাগগুলো টান দিয়ে দৌড় দেন ছিনতাইকারী। তখন আশপাশের লোকজন পেছন পেছন ছুটে গিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে তাকে আটক করে এবং গণধোলাই দিয়ে ব্যাগগুলো উদ্ধার করে। পরে তাকে ছেড়ে দেয়া হয়। তবে প্রতিবন্ধী মহিলার নাম জানা যায়নি। তার বাড়ি উপজেলার সৈদালী এলাকায় বলে জানা গেছে।

 

মিরসরাই বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি নুরুল গনি তুহিন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ভিক্ষুকের ব্যাগ ছিনতাই ও পরে উদ্ধারের কথা শুনেছি। তবে তখন আমি বাইরে ছিলাম।