chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হালদায় আবারও মৃত ডলফিন উদ্ধার

চট্টগ্রামে হালদা নদী থেকে আরো একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ডলফিনটির ঠোটের নিচের অংশ কাটা অবস্থায় পাওয়া যায়।

আজ বুধবার (২০ জুলাই) বিকেলে নদীর তীরবর্তী অঞ্চল রাউজান গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকা থেকে ডলফিনটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিচার্স ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া জানান, বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নদীতে ভাসমান অবস্থায় মৃত বিপন্ন প্রজাতির একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রায় ৭.৫ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিনটির দাতগুলো ফেলা দেওয়া হয়েছে এবং ঠোঁটের নিচের অংশ কাটা দেখা গেছে। তবে কি কারণে ডলফিনটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে বলা যাবে।

এ নিয়ে গত চার বছরে হালদা থেকে ৩৭টি মৃত ডলফিন উদ্ধার হলো। এর আগে গত বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরের দিকে রাউজান পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকার বুড়িসর্তা খাল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। মৃত ওই ডলফিনটি লম্বায় প্রায় ৯ ফুট এবং প্রায় ১২০ কেজি ওজনের।

মৃত উদ্ধার হওয়া অধিকাংশ ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছেন গবেষকেরা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর