chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতের সবচেয়ে ধনী নারী নাইকা’র সিইও ফাল্গুনী

ডেস্ক নিউজ: ভারতের ধনীতম নারীর তালিকা প্রকাশ হয়েছে। এক নাম্বারে উঠেছেন প্রসাধনী ই-কমার্স জায়ান্ট ‘নাইকা’র সিইও এবং প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার।

জানা গেছে, নাইকার প্রায় অর্ধেক মালিকানা ফাল্গুনীর। এখন তার সম্পদ প্রায় ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার।

ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৮ হাজার কোটি রুপির বেশি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ফাল্গনী ভারতের সবচেয়ে ধনী নারী বিলিয়নেয়ার হয়ে উঠেছেন।

পুরোটাই নিজের প্রতিষ্ঠা করা ব্যবসায়।
গাল্ফ নিউজ ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, শেয়ার বাজারে প্রবেশ করেই বাজিমাত নাইকার।

প্রাথমিক পাবলিক অফার (আইপিও) শেষ হওয়ার এক সপ্তাহ পর বুধবার (১০ নভেম্বর) দেখা যায়, ১ লাখ কোটি রুপিরও বেশি বাজার মূলধন সংগ্রহ করে ফেলেছে সংস্থাটি।

নাইকার শেয়ার প্রায় ৮০ শতাংশ প্রিমিয়ামসহ ২ হাজার ১৮ রুপির লিস্টেড হয়েছে। নাইকার মার্কেট ক্যাপ ইতোমধ্যেই ব্রিটানিয়া, গোদরেজ ও ইনদিগো’র মতো পুরোনো বড় সংস্থার সমতুল্য হয়েছে। কয়েক বছর আগে ব্যবসা শুরু করা একটি সংস্থার জন্য যা অকল্পনীয়।

নচ/চখ

এই বিভাগের আরও খবর