chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পেকুয়ায় বনের কাঠ চিরাই ২ করাতকল সিলগালা

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চলের কাঠ চিরাই কার্যক্রম পরিচালনা করায় ২ করাতকল সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পেকুয়াবাজার ও বারবাকিয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম’র নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম বলেন, উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে পেকুয়ায় অবৈধভাবে গড়ে উঠা বেশ কিছু করাতকল সিলগালা করা হয়েছে। আমরা খবর পেয়েছি প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কিছু অসাধু করাতকল মালিক তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অভিযানে এসে এরকম দুটি করাতকল সিলগালা করে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর