chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টাইগারদের শ্রীলঙ্কা সফর এপ্রিলে

খেলা ডেস্ক: গত বছর কোয়ারেন্টিন ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর বাতিল হলেও এ বছর অনুষ্ঠিত হবে সফরটি। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে শ্রীলঙ্কা যাবে টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ তথ্য নিশ্চিত করেন।

কোয়ারেন্টাইন ঝামেলার কারণে এর আগে দুই দফা শ্রীলঙ্কা সফর পেছানো হয়। এর মধ্যেও দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। সেই আলোচনা ফলপ্রসু হয়েছে। নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, সম্ভবত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে টাইগাররা।

বিসিবির প্রধান নির্বাহী আরও জানিয়েছেন, দুটি টেস্ট একই ভেন্যুতে হবে। ভেন্যু নির্ধারণ করা হয়েছে কলম্বো। প্রাথমিকভাবে ৬-৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে সফরকারি দলকে।

নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘দুইটা টেস্ট এক জায়গায় হবে। বাংলাদেশ দল কলম্বোতে থাকবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল সম্ভবত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ৬-৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, অন্যান্য প্রটোকল যেসব আছে এসবের মধ্যেই বাংলাদেশ দল থাকবে।’

টেস্ট সিরিজ শেষে মাঝে কয়েকদিনের বিরতি। ফিরতি সফরে আবার ২০ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সেই সফরে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে লঙ্কান দল।

নিজামউদ্দিন চৌধুরী জানান, ‘আসার পরে হয়তো আমরা ১৪-১৫ দিনের একটা গ্যাপ পাব। আমরা আশা করছি, আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার পরে যে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ খেলার কথা, সেটির জন্য ২০ মে’র দিকে শ্রীলঙ্কা দল বাংলাদেশে আসবে, ঈদের পরে যত দ্রুত সম্ভব।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর