chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মৃত্যু-সংঘাতের ভোটে নৌকার জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক: দুই জনের প্রাণহানি, বিক্ষিপ্ত সংঘর্ষ ও ভোট বর্জনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সাতকানিয়ার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনে ১৬ টি ইউপির মধ্যে ১২টি নৌকা এবং ৪ টি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ভোট গণনা শেষে রাতেই বিজয়ী নাম ঘোষণা করা হয়।

বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- চরতি ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মো. রুহুল্লাহ চৌধুরী, নলুয়া ইউনিয়নে মো. লেয়াকত আলী, কাঞ্চনা ইউনিয়নে রমজান আলী, খাগরিয়া ইউনিয়নে মো. আকতার হোসেন, কালিয়াইশ ইউনিয়নে হাফেজ আহমদ, ধর্মপুর ইউনিয়নে নাছির উদ্দিন টিপু, বাজালিয়া ইউনিয়নে তাপস কান্তি দত্ত, সোনাকানিয়া ইউনিয়নে মো. জসিম উদ্দিন জয় পেয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আমিলাইষ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হক চৌধুরী, ঢেমশা ইউনিয়নে মির্জা আসলাম সরওয়ার রিমন, পশ্চিম ঢেমশা ইউনিয়নে রিদুয়ানুল ইসলাম সুমন, ছদাহা ইউনিয়নে মোরশেদুর রহমান নির্বাচিত হয়েছেন।

এছাড়া কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা ভোটে জয়ী হোন কেঁওচিয়ায় ইউনিয়নে মো. ওছমান আলী, সাতকানিয়া সদর ইউনিয়নে মোহাম্মদ সেলিম উদ্দীন, পুরানগড়ে ইউনিয়নে আ ফ ম মাহাবুবুল হক সিকদার ও মার্দাশা ইউনিয়নে আবু নঈম মোহাম্মদ সেলিম। সাতকানিয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা আবু তালেব মণ্ডল এর সত্যতা নিশ্চিত করেছেন।

আরক/নচ/চখ

এই বিভাগের আরও খবর