chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় ফেল ৭১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ৮ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী। ফলে পরীক্ষায় অংশ নেওয়া সর্বমোট শিক্ষার্থীদের ৭১ দশমিক ০৯ শতাংশ ফেল করেছে। সর্বোচ্চ নাম্বার পেয়েছে ৮৬.৫।

শুক্রবার (২৯ অক্টোবর) ভোরে বিশ্বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, অংশ নেওয়া পরীক্ষার্থীর বিবেচনায় পাশের হার ২৮ দশমিক ৯১ শতাংশের কাছাকাছি।

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার তিন শিফটে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ এই ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। অনুষ্ঠিত পরীক্ষায় ৪২ হাজার ৬৬৮ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২৯ হাজার ৫২৫ জন। অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ১৪৩ জন শিক্ষার্থী।

এর মধ্যে ফেল করেছেন ২০ হাজার ৯৮৮ জন শিক্ষার্থী।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর