chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চূড়ান্ত দল ঘোষণা আফগানিস্তানের

ডেস্ক নিউজ: টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আফগানিস্তান। সেখানে মোহাম্মদ নবীকে অধিনায়ক করা হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় রশিদ খানকে। কিন্তু দল ঘোষণার ২০ মিনিটের মধ্যে অধিনায়কের দায়িত্ব পালনে অস্বীকৃতি জানান তিনি।

বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ দিন ছিল ১০ অক্টোবর। শেষ দিনে রশিদ খানের পরিবর্তে নবীকে অধিনায়ক করে চূড়ান্ত দল ঘোষণা করে আফগানিস্তান।

চূড়ান্ত দলে ডাক পেয়েছেন ফরিদ আহমাদ। ২৭ বছর বয়সি এই পেসার দেশের জার্সিতে এখন পর্যন্ত ৫টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন।

আফগানিস্তান বিশ্বকাপ দল: মোহাম্মদ নবী (অধিনায়ক), রাহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, মোহাম্মদ শাহাজাদ, হাসমাতউল্লাহ শাহেদী, আসগর আফগান, গুলবাদিন নাইব, নজিবুল্লাহ জাদরান করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, হামিদ হাসান, ফারিদ আহমেদ ও নাভিন উল হক।

রিজার্ভ স্কোয়াড: শরাফুদ্দিন আশরাফ, সামিউল্লাহ শেনওয়ারি, দৌলত জাদরান ও ফজল হক ফারুকী।

এই বিভাগের আরও খবর