chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টলার খবরের সংবাদের পর খালের গলির মুখে ব্যারিকেড

নিজস্ব প্রতিবেদক: নগরের উন্মুক্ত খাল ও নালা নিয়ে গত ২৯ সেপ্টেম্বর চট্টলার খবরে ‘এমন মৃত্যু আর কত দেখবে নগরবাসী? শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে শহরের অলি-গলিতে অরক্ষিত খাল ও নালা নিয়ে পথচারীদের ভোগান্তি ও দুর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়।

গত ২৭ অক্টোবর আগ্রাবাদের নালায় পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যুর পর নগরের উন্মুক্ত খাল ও নালার বিষয়টি সামনে আসে। ঘটনার জন্য চসিক ও সিডিএ পরস্পরকে দোষারোপ করে দায় সারে। সংস্থা দুটির পরস্পরের মুখোমুখি অবস্থানে ক্ষোভ ও হতাশ প্রকাশ করে সচেতন মহল থেকে নগরবাসী।

চট্টলার খবরের সংবাদের পর খালের গলির মুখে ব্যারিকেড
ছবিটি নগরীর মোগলটুলী ইয়াছিন আলী গলির সামনে থেকে তোলা। আলোকচিত্রী – এম ফয়সাল এলাহী

প্রতিবেদনে নগরের ২৮ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত মোগলটুলী খাল প্রকৌশলীদের বিভক্তিতে ২০ বছরেও সংস্কার করা হয়নি বলে অভিযোগ করেছিল এলাকাবাসী। ফলে বৃষ্টিতে জলাবদ্ধতায় ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে এলাকাবাসীকে নাকাল হতে হয়। ওই নালায় শিক্ষার্থীসহ বেশ কয়েকটি গাড়িখালে পড়ে গিয়েছিল বলে জানায় মনিরুল হক মুন্না নামে এক স্থানীয় বাসিন্দা।

চট্টলার খবরের সংবাদের পর খালের গলির মুখে ব্যারিকেড
ছবিটি নগরীর মোগলটুলী ইয়াছিন আলী গলির সামনে থেকে তোলা। আলোকচিত্রী – এম ফয়সাল এলাহী

সংবাদ প্রকাশের পর খালের পাশে গলির মুখে ইট দিয়ে ব্যারিকেড তুলে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

চট্টলার খবরের সংবাদের পর খালের গলির মুখে ব্যারিকেড
ছবিটি নগরীর মোগলটুলী ইয়াছিন আলী গলির সামনে থেকে তোলা। আলোকচিত্রী – এম ফয়সাল এলাহী

সোমবার (১১ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায় ইয়াছিন আলী গলির মুখে নিরাপত্তা দেখতে পাওয়া যায়। ওই এলাকার বাসিন্দা মো. শহিদ চট্টলার খবরকে বলেন, দুদিন আগে এখানে ইট দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। তবে খাল নিষ্কাশনের পর ব্যারিকেড দিলে ভালো হতো। ময়লা আর্বজনার কারণে বৃষ্টির পানি সড়কে এসে পড়ে।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর