chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারায় পুড়িয়ে দেয়া হল ৫ হাজার মিটার অবৈধ জাল 

চট্টলা ডেস্ক: আনোয়ারায় নিষিদ্ধ সময়ে সাগরে মাছ ধরার অপরাধে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার জাল জব্দ করে তা পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

আজ শনিবার দুপুরে উপজেলা ভূমি সহকারি কমিশনার তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, অফিস সহকারি মোহাম্মদ এনামুল হক। কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হক বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন। এই সময়ে ইলিশ মাছ আহরণ,পরিবহন,মজুদ,বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় মৎস্য আইনে দন্ডনীয় অপরাধ। আমরা সাগরে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলি। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর