chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জমজমের পানি বিতরণে রোবট!

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র জমজমের পানি বিতরণে রোবটের সহায়তা নিচ্ছে সৌদি সরকার। করোনা সংক্রমণের মধ্যে আসন্ন হজকে সামনে রেখে মক্কা ও মদিনায় এসব রোবট কাজ করবে।

গালফ নিউজের এক প্রতিবেদনে মক্কা ও মদিনার নিয়ন্ত্রণে থাকা সংস্থা জেনারেল প্রেসিডেন্সির প্রধান রহমান আল সৌদ এ কথা জানিয়েছেন।

প্রতিবেদনে তিনি জানান, দিনকে দিন মানবজাতির কল্যাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে।বিশেষ করে করোনাকালীন সংকটে প্রযুক্তির এই সম্প্রসারণে অনেকে উপকৃত হচ্ছেন। আল্লাহ চাইলে রোবটের সহায়তায় পানির বিতরণ দুই মসজিদের মুসুল্লিদের সুরক্ষিত করবে।

প্রতিবেদেন আরো বলা হয়েছে, পানি বিতরণের কাজে রোবটগুলো কারো সংস্পর্শে না এসে এবং চলার পথে বিঘ্ন না ঘটিযে কাজ করবে। মানুষের সহেযোগিতা ছাড়াই রোবটগুলো পাঁচ থেকে আট ঘণ্টা কাজ করতে সক্ষম। প্রাথমিকভাবে ছয়টি স্তরে এই রোবটের কার্যক্রম চালু হয়েছে।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর