chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘সাকিব-মোস্তাফিজরা আইপিএল খেললে দেশের জন্যই ভালো’

খেলা ডেস্ক: নানান বিতর্ক পাশ কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারত উড়ে গেছেন সাকিব আল হাসান। তবে সাকিবের আইপিএল খেলতে চাওয়ার সিদ্ধান্তে কোনো সমস্যা দেখছেন না ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

সুজন মনে করেন, সাকিব-মোস্তাফিজরা আইপিএল খেললে সেটি বাংলাদেশ দলের জন্যই ভালো হবে।

শনিবার (২৭ মার্চ) সংবাদমাধ্যমকে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমি মনে করি, এখানে খারাপ হওয়ার তো কিছু নাই। কারণ আপনি (সাকিব) যেখানে খেলতে যাচ্ছেন, সেটা বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট। বিশ্বের সেরা ক্রিকেটাররাই ওখানে খেলে। তো ওদের অভিজ্ঞতা তো অবশ্যই সাকিবের জন্য কাজে লাগবে।’

তিনি আরও বলেন, ‘মোস্তাফিজও মনে হয় যাবে ওখানে। আমাদের দুইটা প্লেয়ার ওখানে আইপিএল খেলতে গেলে, ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। ভারতের কন্ডিশনও আমাদের সঙ্গে অনেকটা পরিচিত। সুতরাং অবশ্যই, আমি বলবো খারাপ তো অবশ্যই হবে না।’

‘সাকিবকে ছুটি দেয়া বোর্ডেরই সিদ্ধান্ত। বোর্ড যখন এই ডিসিশন দিয়েছে, তখন তো ভুল বলা যাবে না। ক্রিকেট বোর্ড চিন্তা করেই দিয়েছে যে সাকিব আইপিএল খেলতে গেলে… সবশেষ বিশ্বকাপে আমরা ইংল্যান্ডে ওর পারফরম্যান্সের কারণে আমরা স্বপ্ন দেখতে পেরেছিলাম যে সেমিফাইনাল খেলব। তা হয়নি। বলা যায় না, এবার হতেও পারে সেটা।’

এসময় মোস্তাফিজের আইপিএল খেলতে যাওয়ার সম্ভাবনার বিষয়ে সুজন বলেছেন, ‘আমার তো মনে হয় (মোস্তাফিজ) যাবে। আমি জানি না আসলে এ বিষয়ে। ক্রিকেটারদের এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দেয়ার ব্যাপারটা তো বোর্ডের হাতে। যেহেতু ওকে একটা দল নিয়েছে, রাজস্থান রয়্যালস। এখন সাকিবের এনওসি হয়েছে মানে ওরও হওয়া উচিত এটা।’

‘আপনি আলাদা করতে পারবেন না। যদি হয় তাহলে ও যাবে। যদি ন্যাশনাল টিমের ডিউটি না থাকে তাহলে অবশ্যই যাবে। মোস্তাফিজ তো ঠিকই বলেছে এটা। জাতীয় দলের খেলা না থাকলে এমনি বসে থাকার চেয়ে আইপিএল খেলাটা ওর জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা হবে। বাংলাদেশ দলের জন্যও ভালো হবে এটা।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর