chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নভেম্বরে নতুন যুদ্ধজাহাজ উদ্বোধন করতে যাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : আগামী নভেম্বর মাসে ইরান ড্রোন, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্রবাহী নতুন যুদ্ধজাহাজ উদ্বোধন করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি। এ জাহাজ সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে বলেও জানান তিনি।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে অ্যাডমিরাল খানজাদি এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন যুদ্ধ জাহাজের নাম দেয়া হয়েছে ‘পার্সিয়ান গাল্ফ’ যা আগামী নভেম্বর মাসে ইরানের নৌবহরে যুক্ত হবে। নতুন যুদ্ধজাহাজটি একবার জ্বালানি নিয়ে ৩ বার বিশ্ব পরিভ্রমণ করতে পারবে।

হোসেইন খানজাদি আরো জানান, নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের কয়েক মাস পরে সমুদ্রগামী দিনা যুক্ত হবে ইরানি নৌবাহিনীতে। এছাড়া আগামী মাসে ইরানের নৌবাহিনী প্রথম মাইনসুইপার উদ্বোধন করবে বলেও জানান তিনি। সূত্র- পার্সটুডে

এই বিভাগের আরও খবর