chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে প্রথমবার কক্সবাজার গেল ‘বিশেষ ট্রেন’

চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রথমবার ‘ঈদ স্পেশাল ট্রেন’ চলাচল শুরু হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল ৭টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ট্রেন।

চট্টগ্রামের রেলওয়ে স্টেশন মাস্টার জানান, কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা ৭টায় রওনা দিয়ে ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৫ মিনিটে। স্পেশাল ট্রেনটি চলাচলের পথে ঘোলোশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে যাত্রাবিরতি দেবে।

ট্রেনটির শোভন শ্রেণির সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৮৫ টাকা এবং এসি সিট ৩৪০ টাকা। টিকিট পাওয়া যাবে অনলাইনে। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত এই ট্রেন চলবে। তবে, ঈদের দিন এবং ১৫ ও ১৬ এপ্রিল বন্ধ থাকবে চলাচল।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর