chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হালদা নদীতে ৪ হাজার মিটার ঘেরাজাল উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদীতে সারারাত অভিযান চালিয়ে অবৈধ ৪ হাজার মিটার ঘেরাজাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (০৮ নভেম্বর) দিবাগত রাত ২ টা থেকে হাটহাজারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে ভ্রাম্যমান আদালত এ অভিযানের বিষয়টি জানায়।

জানা যায়, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গড়দুয়ারা ইউনিয়নের এবং রাউজানের হালদা নদীর বিভিন্ন অংশে রাত ২ টা থেকে ভোর রাত সাড়ে ৪ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৪ হাজার মিটারের ৮টি অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে।

ইউএনও এবিএম মশিউজ্জামান বলেন, হালদা নদীর মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানে আইডিএফ মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীসহ হালদা নদীর ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ সহযোগিতা করেন।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর