chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওয়ানডেতে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে দারুণ লড়াই করলেও সিরিজ নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। তবে, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী ভারত নারী দলের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

একই সঙ্গে ওয়ানডেতে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাসও রচনা করেছে জ্যোতিরা।

রোববার (১৬ জুলাই) মিরপুরে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৩৯, ফারজানার ২৭ রানে ভর করতে ১৫২ রান করে বাংলাদেশ। জবাবে মারুফা আক্তারের ৪ উইকেট এবং রাবেয়া খানের ৩ উইকেটের সুবাদে ১১৩ রানে গুটিয়ে যায় ভারত। ৪০ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশের মেয়েরা।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার শারমীন সুলতানা রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। আরেক ওপেনার মুর্শিদা খাতুন আউট হন ১৩ রানে। শুরুতে দুই উইকেট হারানো বাংলাদেশকে ম্যাচে ফেরান জ্যোতি এবং ফারজানা। এই দুই ব্যাটারের ব্যাট থেকে আসে ৪৯ রানের জুটি।

জ্যোতি-ফারজানা জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫২ রানে আটকে যায় বাংলাদেশ। ছক্কাবিহীন বাংলাদেশের ইনিংসে বাউন্ডারি এসেছে কেবল ১৫টি।

এস/ওয়াই

এই বিভাগের আরও খবর