chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দ্বিতীয় ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

সিরিজের প্রথম ম্যাচে হারের ফলে ব্যাকফুটেই রয়েছে টাইগররা। টি-টোয়েন্টিতে দ্বিতীয় ম্যাচে আরো ভালো করার পরিকল্পনা নিয়ে এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। যেখানে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের আক্ষেপ কেবল ৩ রানের। ২০৬ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে টাইগার বাহিনী ২০৩ রানে করেই থেমে যায়। তবে দ্বিতীয় ম্যাচে আরও ভালো করার পরিকল্পনা করছেন টাইগাররা।

সিরিজ বাঁচানোর ম্যাচে লিটন, শান্ত, সৌম্য, তাওহীদ হৃদয়দের কাছ থেকে ভাল ব্যাটিং প্রত্যাশা করছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিশেষ করে অধিনায়ক নাজমুল শান্তর দিকে থাকবে বাড়তি নজর।

বিশ্বকাপের সময় থেকেই রানখরায় ভুগছেন বর্তমান অধিনায়ক নাজমুল হাসান শান্ত। অধিনায়ক হওয়ার পর নিজেকে কতখানি বদলাতে পারেন সেটিই দেখার বিষয়। নজর থাকবে বোলিং লাইনআপের দিকে। গত ম্যাচে কিছুটা হতাশই করেছেন তাসকিন-শরিফুলরা। আজ সেদিকেও নজর রাখতে চাইবেন তারা।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ- লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দলের সম্ভাব্য একাদশ- আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, আকিলা ধানাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।

মোহভ/চখ

এই বিভাগের আরও খবর