chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেসির সঙ্গে চুক্তির দিনও দুঃসংবাদই সঙ্গী মায়ামির

লিওনেল মেসিকে নতুন পরিচয়ে পরিচয় করিয়ে দিতে প্রস্তুত হচ্ছে এমএলএস ক্লাব ইন্টার মায়ামি। সোমবার (১৭ জুলাই) বাংলাদেশ সময় ভোর চারটায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে সমর্থকদের সামনে হাজির করা হবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকে। সে আয়োজনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে বাড়ানো হয়েছে আসন সংখ্যাও। 

তার আগে মায়ামিতে যোগ দিতে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিশ্বকাপজয়ী এ অধিনায়ক। শনিবার (১৫ জুলাই) স্থানীয় সময় মধ্যরাতে মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন করে ক্লাবটি। দুই বছরের জন্য সেখানে যোগ দিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। ২০২৫ সাল পর্যন্ত দলটিতে থাকবেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। তবে চাইলেই দুই পক্ষের সম্মতিক্রমে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকতে পারবেন তিনি।

এদিকে, মেসির সঙ্গে চুক্তির দিনও দুঃসংবাদই সঙ্গী হয়েছে ইন্টার মায়ামির। হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা ক্লাবটি এদিনও পরাজয়ের তিক্ত স্বাদই গ্রহণ করেছে। রোববার (১৬ জুলাই) ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়েছে সেন্ট লুইস। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল হজম করে বিরতিতে যায় মায়ামি। এরপর ম্যাচের ৮০ মিনিটে আরও একটি গোল হজম করলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মেসির নতুন এই ক্লাবকে।

বর্তমানে ২২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে অবস্থান করছে মায়ামি। ২২ ম্যাচে কেবল মাত্র ৫ জয়ের বিপরীতে পরাজয় রয়েছে ১৪ ম্যাচে। এছাড়া ৩টি ম্যাচ ড্র করতে পেরেছে আমেরিকান এই ক্লাবটি।

উল্লেখ্য, নতুন ক্লাবে মেসি সতীর্থ হিসেবে পাচ্ছেন বার্সেলোনার সাবেক সতীর্থ জর্দি আলবা ও সার্জিও বুস্কেটসকে। এই দুই স্প্যানিশ তারকার সঙ্গে বার্সেলোনায় ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত খেলেছেন তিনি। তাদের সঙ্গে চলতি সপ্তাহের শেষদিকে চুক্তি করবে মায়ামি।

সবকিছু ঠিক থাকলে মায়ামির জার্সিতে মেসি প্রথমবারের মতো মাঠে নামতে পারেন আগামী শুক্রবার (২১ জুলাই)। সেদিন লিগস কাপের ম্যাচে মেক্সিকোর লিগা এমএক্সের দল ক্রুজ আজুলকে মোকাবিলা করবে তারা।

এস/ওয়াই

এই বিভাগের আরও খবর