chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

জাপানের দক্ষিণ-পূর্বাঞ্চলীলের বনিন দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৫

সূত্র: রয়টার্স

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ইউএসজিএস বলছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৫০৩ দশমিক ২ কিলোমিটার (৩১২.৭ মাইল) গভীরে উৎপত্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, জাপানে আঘাত হানা ভূমিকম্পের কারণে কোনো ধরনের সুনামির আশঙ্কা নেই। চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী টোকিও থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণের পশ্চিম উপকূলীয় এলাকায়।  জাপানের ভূমিকম্প কেন্দ্র বলেছে, বনিনে আঘাত হানা ভূমিকম্পে সুনামির সতর্কতা নেই। এছাড়া তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

চখ/ককন

এই বিভাগের আরও খবর