chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জেতার পরে আত্মবিশ্বাসী বাংলাদেশ আজ মাঠে লড়বে সিরিজ জয়ের খোঁজে। ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এ ম্যাচে লিটন দাসের সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে নিউজিল্যান্ড। তবে একটি পরিবর্তন এসেছে টাইগার একাদশে। ইনজুরি আক্রান্ত লিটনের পরিবর্তে খেলবেন শামীম পাটোয়ারি।

এদিকে, চলতি বছরে বাংলাদেশ টি-২০ ফরম্যাটে হারের চেয়ে জয় পেয়েছে বেশি। আগামী বছরের টি-২০ বিশ্বকাপে চোখ রেখে নিউজিল্যান্ডেও জয়ের প্রত্যাশা করতে পারেন চন্ডিকা হাথুরুসিংহের দল।

সিরিজের প্রথম ম্যাচেও স্বাগতিকদের বিপক্ষে জয় ছিনিয়ে এনেছে টাইগাররা। যা নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সেখানে প্রথম দুই ম্যাচ হেরে গেলেও তৃতীয় ম্যাচে স্বাগতিকদের রীতিমতো গুঁড়িয়ে দিয়ে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় টিম টাইগার্স।

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার (উইকেটরক্ষক),সৌম্য সরকার, নাজমুল শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, শেখ মেহেদি, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারেল মিশেল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমি নিশাম, মিশেল স্যান্টনার, এডাম মিলনে, টিম সাউদি, ইশ শোধি, বেন সিয়ার্স।

 

 

 

জয়/চখ

এই বিভাগের আরও খবর