chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হরল্যান্ডের কাছে হারলেন নেইমার-এমবা্প্পে

তরুণ হরল্যান্ডের সাথে পারলেন না নেইমার-এমবাপ্পে।এই তরুণের জোড়া গোলেই ফরাসি জায়ান্ট পিএসজি কে হারালো জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড।মঙ্গলবার রাতে ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে শেষ ষোলর প্রথম লেগ ২-১ গোলে ডর্টমুন্ড।পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

আক্রমন-পাল্টা আক্রমনের ম্যাচে ২৭তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ডর্টমুন্ড। ইংলিশ মিডফিল্ডার জেডন স্যানচোর নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক কেইলর নাভাস্। এর ঠিক আট মিনিট পর স্বাগতিকদে আনন্দে ভাসান নরওয়ের তরুণ তারকা হরল্যান্ড।

ম্যাচের ৬৪তম মিনিটে গোলের সুযোগ পায় পিএসজি।তবে অতিথিদের হতাশ করলেন ডর্টমুন্ড গোলরক্ষক। ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ডর্টমুন্ড।এবারও নায়ক সেই হরল্যান্ড। গোলমুখে বল পেয়ে ঠাণ্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়ের এই স্ট্রাইকার।

৭৫তম মিনিটে খেলার ধারার বিপরীতে সমতায় ফেরে পিএসজি। গোলটির কারিগর এমবাপে; দুই ডিফেন্ডারের বাধা এড়িয়ে ফরাসি ফরোয়ার্ডের বাড়ানো বল গোলমুখে পেয়ে অনায়াসে জালে ঠেলে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

ইউরোপ সেরার মঞ্চে তরুণ হরল্যান্ডের গোল হলো সাত ম্যাচে ১০টি। বায়ার্ন মিউনিখের রবের্ত লেভানদোভস্কির সঙ্গে যুগ্মভাবে উঠে বসলেন আসরের গোলদাতার তালিকার শীর্ষে। হরল্যান্ড আগের আট গোল করেছিলেন সাবেক দল সালসবুর্কের হয়ে। পিছিয়ে পড়ার খানিক পরেই আরেকটি ভালো সুযোগ পান নেইমার। কিন্তু তার জোরালো শট পোস্টে বাধা পেলে তেতো স্বাদ নিয়ে ফিরতে হয় ফরাসি চ্যাম্পিয়নদের।

আগামী ১২ মার্চ ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ফিরতি লেগের লড়াইয়ে নামবে পিএসজি।

এই বিভাগের আরও খবর