chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আরাম-আয়েশে ছেলে, অবশ পা নিয়ে রাস্তায় অসুস্থ মা

নরসিংদী শহরের ধরনী মাস্টার বাড়ি এলাকায় ৬০ বছর বয়সী মাকে রাস্তার পাশে ফেলে রাখার অভিযোগ উঠেছে ছেলের  বিরুদ্ধে। এতে সহায়তা করেন বৃদ্ধার ভাই।

বৃদ্ধার নাম বিনা রাণী সাহা। তিনি শহরতলির নবাববাড়ী এলাকার নগন্ন সাহার স্ত্রী। অবশ পা আর শীতের মধ্যেই রাস্তায় দিন কাটছে তার। তবে স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকায় আলিশান বাড়িতে থাকেন বিনা রাণীর ছেলে উত্তম সাহা।

বিনা রাণীর তিন ভাই রয়েছেন। এর মধ্যে একজনের তিনতলা ও আরেকজনের চারতলা বাড়ি রয়েছে। তবু বোনের ঠাঁই হয়নি তাদের ঘরে। শীতের রাতে গায়ে ছেঁড়া কাপড় জড়িয়ে রাতে ঘুমাতে হয় এ বৃদ্ধাকে।

বিনা রাণী বলেন, অনেক বছর আগেই স্বামী মারা যান। স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকেন আমার ছেলে উত্তম। আমার কোনো খোঁজখবর নেন না। আমার তিন বড় ভাই রয়েছে। তারা সবাই বড়লোক। কিন্তু তারাও দেখেন না।

স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া ও শহিদুল ইসলাম বলেন, শীতের রাতে এমনভাবে অন্ধকারে একজন বৃদ্ধাকে রাস্তায় ফেলে রাখাটা খুবই অমানবিক। তার তিন ভাইয়ের সবাই বিত্তশালী। ছেলেও ঢাকায় থাকেন।

নরসিংদী শহরের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোজাম্মেল হক বলেন, এ বিষয়ে তেমন কিছুই জানা নেই। খোঁজখবর নিলে জানা যাবে।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর