chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই,হাসপাতালে ভর্তি ২২০

মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেলে ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২২০ জন রোগী। যার মধ্যে ১০৪ জন ঢাকার বাসিন্দা। ১১৬ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

আজ রবিবার (১১ ডিসেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীদের নিয়ে বর্তমানে সর্বমোট হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৬০ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৯১ জন। বাকি ৪৬৯ জন ঢাকার বাইরের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এ বছর এখন পর্যন্ত ২৬৬ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে।

২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে বছরের প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর গত ৩ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ৬০ হাজার ২৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ হাজার ৯৭২ জন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর