chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবারে ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহার

জাতীয় ডেস্কঃ দাম ও সরবরাহ সংকটে বাজার অস্থির করে রাখা সয়াবিন ও পাম তেলে ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। নিত্যপণ্যটির ওপর ব্যবসায়ী ও উৎপাদন পর্যায়ে সমুদয় ভ্যাট প্রত্যাহার করে এসআরও জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)।

সোমবার (১৪ মার্চ) এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সয়াবিন ও পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে যথাক্রমে ১৫ শতাংশ ও ৫ শতাংশ হারে ভ্যাট ছিল। প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ওই ভ্যাট দিতে হবে না। যদিও অপরিশোধিত ভোজ্যতেলের আমদানি পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট অপরিবর্তিত থাকছে।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। আগামী ৩০ জুন পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অস্বাভাবিক থাকা সত্ত্বেও আসন্ন রমজানে জনগণ যাতে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি কিনতে পারে, সে লক্ষ্যে সরকার কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্যের ঊর্ধগতি থামাতে কোন পণ্যে কত ভ্যাট প্রত্যাহার করা হবে তা জানার জন্য এনবিআরের এসআরও জারি হওয়া পর্যন্ত অপেক্ষার কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর