chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কারাগারেই মারা গেলেন ফাঁসির আসামি

বিভাগীয় ডেস্ক : গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নিহর ওরফে জমসের আলীর নামে ৪৪ বছর বয়সী এক কয়েদি মারা গেছেন। নিহর সাভারের আমিনবাজার বড়দেশী এলাকায় ছয় কলেজছাত্র হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

আজ সোমবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আসামি জমসের আলী সকালে হাঠৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক কারা হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জমসের আলীকে মৃত ঘোষণা করেন।

জমসের আলী সাভার উপজেলার বড়দেশী পূর্বপাড়া এলাকার মনসুর আলীর ছেলে। তিনি সাভারের আমিনবাজার এলাকায় ছয় কলেজছাত্র হত্যা মামলার ফাঁসির আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন।

তাঁর হাজতি নম্বর-৫১৯১/এ। তাঁকে ২০২১ সালের ১৯ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।তাঁর বিরুদ্ধে সাভার থানার মামলা নম্বর ৬৪(৭)১১ দায়রা নম্বর-২৯৯/১৩ ধারা-৩০২/৩৪/২০১ রুজু ছিল।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর